Hot Posts

6/recent/ticker-posts

সাজেশন। ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন । রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষ


অনার্স ২য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান

বিষয়: ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন
সাজেশন

বিষয় কোড: ২২১৯০১

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
রাষ্ট্রবিজ্ঞান সাজেশন: ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন



১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন গঠিত হয়?
উত্তর: ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০০ খ্রিষ্টাব্দে গঠিত হয়।

২. কত খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন?
উত্তর: ১৬০১ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আগমন করেন।

৩. লর্ড ক্লাইভ কে ছিলেন?
উত্তর: লর্ড ক্লাইভ কে ছিলেন ইংরেজ সেনাপতি ও গভর্নর।

৪. কত খ্রিষ্টাব্দে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ খ্রিষ্টাব্দে ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়।

৫. দ্বৈতশাসন কাকে বলে?
উত্তর: ১৭৬৫ খ্রিষ্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভ করে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব এবং নিজামত শাসনের জন্য যে দ্বৈত পদ্ধতির শাসন কাঠামো প্রবর্তন করে তাকে দ্বৈত শাসন বলে।

৬. ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন ফকির মজনু শাহ।

৭. আলীগড় আন্দেলনের প্রধান রূপকার কে ছিলেন?
উত্তর: আলীগড় আন্দেলনের প্রধান রূপকার ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।

৮. ফরায়েজি আন্দেলনের অগ্রদূত কে?
উত্তর: ফরায়েজি আন্দেলনের অগ্রদূত ছিলেন হাজি শরীয়তুল্লাহ।

৯. ব্রাক্ষ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ব্রাক্ষ্মসমাজের প্রতিষ্ঠাতা রাজা ছিলেন রামমোহন রায়।

১০. সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম।

১১. ১৯০৫ সাল কেন বিখ্যাত?
উত্তর: ১৯০৫ সাল বঙ্গভঙ্গের জন্য বিখ্যাত।

১২. কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উত্তর: ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।

১৩. অটোমান সম্রাজ্য বলতে কোন দেশকে বোঝানো হয়েছে?
উত্তর: অটোমান সম্রাজ্য বলতে তুরস্ককে বোঝানো হয়েছে।

১৪. অসহযোগ আন্দেলনে নেতৃত্ব দেন কে?
উত্তর: অসহযোগ আন্দেলনে নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী।

১৫. বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর: বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন শেরে বাংলা এ. কে.ফজলুল হক।

১৬. ‘নিখিল বঙ্গপ্রজা সমিতি’ কে গঠন করেন?
উত্তর: ‘নিখিল বঙ্গপ্রজা সমিতি’ স্যার আব্দুর রহিম গঠন করেন।

১৭. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

১৮. কত সালে প্রথম বিশ^যুদ্ধ হয়?
উত্তর: ১৯১৪ সালে প্রথম বিশ^যুদ্ধ হয়।

১৯. ১৯১৯ সালের ভারত শাসন আইনের অপর নাম কী?
উত্তর: ১৯১৯ সালের ভারত শাসন আইনের অপর নাম মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন।

২০. ‘বেঙ্গল প্যাক্ট’ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ‘বেঙ্গল প্যাক্ট’ ১৯২৩ সালে ১৬ ডিসেম্বর স্বাক্ষরিত হয়?

২১. কার উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়?
উত্তর: কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাশের উদ্যোগে বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয়।

২২. প্রথম গালটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রথম গালটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হয়?

২৩. কত সালে আইনে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তিত হয়?
উত্তর: ১৯৩৫ সালে আইনে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তিত হয়।

২৪. লাহোর প্রস্তাব উন্থাপন করেন কে?
উত্তর: লাহোর প্রস্তাব উন্থাপন করেন বাংলার কৃতী সন্তান এ. কে.ফজলুল হক।

২৫. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

২৬. ১৯৪৬ সালের মন্ত্রিমিশনের প্রধান কে ছিলেন?
উত্তর: ১৯৪৬ সালের মন্ত্রিমিশনের প্রধান ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস।

২৭. বড়লাট মাউনাটব্যাটেনের শাসনতান্ত্রিক পরিকল্পনা কী নামে পরিচিত?
উত্তর: বড়লাট মাউনাটব্যাটেনের শাসনতান্ত্রিক ৩জুন পরিকল্পনা নামে পরিচিত।

২৮. ৩রা জুন পরিকল্পনা কী?
উত্তর: ভারতের সাম্পদায়িক পরিস্থিতি অবলোকন করে মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের সাথে পরামর্শ করে যে গুরুত্বপূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেন ইতিহাসে তা মাউন্টব্যাটেন পরিকল্পনা ৩জুন নামে পরিচিত।

২৯. ব্রিটিশ ভারতের সর্বশেষ ‘ভাইসরয়’ কে ছিলেন?
উত্তর: ব্রিটিশ ভারতের সর্বশেষ ‘ভাইসরয়’ ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

৩০. The Spirit of Islam গ্রন্থটির লেখক কে?
উত্তর: The Spirit of Islam গ্রন্থটির লেখক সৈয়দ আমির আলি।

খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. ভারতে কীভাবে বৃটিশ শাসন প্রতিষ্ঠিত হয়?
২. ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
৩. সংক্ষেপে পলাশির যুদ্ধের পটভূমি লেখ।
৪. দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝ?

দ্বৈত শাসন
৫. চিররস্থায়ী বন্দোবস্তের ফলাফল বর্ণনা কর।
৬. নীলবিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৭. আলিগড় আন্দোলন কী?
৮. সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান উল্লেখ কর।
৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল?
১০. বঙ্গভঙ্গ (১৯০৫) কী?
১১. খেলাফত আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ লেখ।
১২. শের-ই বাংলাকে কৃষক-প্রজার মুক্তির অগ্রদূত বলা হয় কেন?
১৩. জিন্নাহর ‘দ্বিজাতি তত্ত্ব’ ব্যাখ্যা কর।
১৪. বেঙ্গল প্যাক্ট কী?
১৫. প্রাদেশিক স্বায়ত্তশাসন কী?
১৬. লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৭. ক্রিপস মিশন কী?
১৮. মন্ত্রী মিশন পরিকল্পনা কী?
১৯. মাউন্ট ব্যাটেন পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো লিখ।


গ বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।
২. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
৩. সমাজকল্যাণের ক্ষেত্রে ঈশ^রচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
৪. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা কর।
৫. বঙ্গভঙ্গ রদের কারণ ও প্রতিক্রিয়া আলোচনা কর।
৬. ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা কর।
৭. ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
৮. খিলাফত কী? খিলাফত আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা কর।
৯. খিলাফত আন্দোলনের কারণ কী? উপমহাদেশের মুসলিম রাজনীতির ওপর এর প্রভাব আলোচনা কর।
১০. অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা কর।
১১. স্বায়ত্তশাসন সংক্রান্ত লর্ড রিপনের প্রস্তাবের প্রেক্ষাপট উল্লেখপূর্বক প্রস্তাব আলোচনা কর।
১২. ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের পটভূমি কী ছিল? এ আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. লক্ষ্মৌ চুক্তির বৈশিষ্ট্যসমূহ তুলে ধর।
১৪. ভারতীয় উপমহাদেশে সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে ১৯১৬ সালের লক্ষ্মৌ চুক্তির গুরুত্ব বর্ণনা কর।
১৫. ১৯১৯ সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৬. দ্বৈত শাসন কী? ১৯১৯ সালের দ্বৈত শাসনব্যবস্থার কার্যকারীতা আলোচনা কর।
১৭. বেঙ্গল প্যাক্ট কী? ১৯২৩ সালের বেঙ্গল প্যাক্টের শর্তাবলী বর্ণনা কর।
১৮. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

উত্তরঃ- ১৯৩৫ সালের ভারত শাসন আইন

১৯. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্টসমূহ আলোচনা কর।

১৯৪০ সালের লাহোর প্রস্তাব
২০. ১৯৪২ সালের ক্রিপস মিশনের সাংবিধানিক প্রস্তাবসমূহ আলোচনা কর। এ প্রস্তাবসমূহ ব্রিটিশ ভারতের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ওপর কেমন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল?
২১. মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ লেখ। এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল?

Post a Comment

0 Comments