রাজনৈতিক উন্নয়ন কী একটি বহুমাত্রিক প্রক্রিয়া? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। অথবী, রাজনৈতিক উন্নয়ন কোন এক বিষয় নয় এটি একটি সামগ্রিক ধারণী।”
রাজনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া : রাজনৈতিক উন্নয়নের বিষয়টি কোন একক বিষয় নয়, এটি বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত। আর এ সম্পৃক্ততার প্রমাণ মেলে রাজনীতি সম্পর্কে বিভিন্ন লেখক, বিশেষজ্ঞ ও । রবিজ্ঞানীদের বিভিন্নমুখী চিন্তাচেতনা থেকে। নিমে কতিপয় রাষ্ট্রবিজ্ঞানীর রাজনীতি সম্পর্কিত ধারণা তুলে ধরা হলাে।
১. লুসিয়াল পাইয়েয় ধারণা ; লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নকে যেসথ মাত্রিকতার ভিত্তিতে ব্যাখ্যা করেছেন তা নিম্নে তুলে ধরা হলাে :
ক, রাজনৈতিক উন্নয়ন ঘটার পূর্বশর্ত হলাে অর্থনৈতিক উন্নয়ন
খ. শিল্পায়িত সমাজের সমত্র রাজনীতি হলাে অর্থনৈতিক উন্নয়ন।
গ, রাজনৈতিক উন্নয়ন হলাে রাজনৈতিক আধুনিকীকরণের নির্দেক;
ঘ, রাজনৈতিক উন্নয়ন অর্থনৈতিক জাতিভিত্তিক রাষ্ট্র গঠন;
ঙ. রাজনৈতিক উন্নয়ন বলতে জনগণের সংগঠিত সক্রিয়তা ও অংশগ্রহণ বুঝায়ঃ
চ, রাজনৈতিক উন্নয়ন প্রশাসনিক ও আইনগত উন্নয়নের সাথে সম্পৃক্ত;
ছ,. রাজনৈতিক উন্নয়ন হলাে গণতন্ত্রের প্রতিষ্ঠাকরণ;
জ, রাজনৈতিক উন্নয়ন হলাে স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবর্তন
ঝ,. রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক ব্যবস্থার সত্রিমাতা ও শক্তি সাম্যের সমন্বয়।
চ, রাজনৈতিক উন্নয়ন প্রশাসনিক ও আইনগত উন্নয়নের সাথে সম্পৃক্ত;
ছ,. রাজনৈতিক উন্নয়ন হলাে গণতন্ত্রের প্রতিষ্ঠাকরণ;
জ, রাজনৈতিক উন্নয়ন হলাে স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবর্তন
ঝ,. রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক ব্যবস্থার সত্রিমাতা ও শক্তি সাম্যের সমন্বয়।
২. অ্যালমন্ড এর ধারণা ; অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নের বিষয়টি বহুমাত্রিক প্রক্রিয়া এভাবে প্রমাণ করেছেন ।
ক. স্বতন্ত্রীকরণ : স্বতন্ত্রীকরণ চারটি লক্ষ্যের সাথে জড়িত । চরটি লক্ষ্য হলাে :
১. রাজনৈতিক কাঠামাের বিশেষীকরণ;
২. বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামাের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে; ৩. প্রত্যেকটি প্রতিষ্ঠান ও কাঠামাের সাথে সুষ্ঠু সমন্বয় ঘটাতে হবে;
৪, রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান হারে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রসারতা ঘটাতে হবে।
খ, সাম্যতা : সাম্যতা অর্জনের সাথে রাজনৈতিক উন্নয়ন সম্পৃক্ত। আর রাজনৈতিক উন্নয়ন তখন পূর্ণতা পায় যখন গম্যতা অর্জনের জন্য নিম্নের বিষয়গুলাে অর্জিত হয়
১. রাজনীতিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ;
২. রাষ্ট্রীয় সকল সুযােগ সুবিধা ও বিধিবিধান নারী-পুরুষ, ধনী-গরিব সকলের জন্য সমান করতে হবে; ,
৩, রাজনৈতিক পদে নিয়ােগ কার্যসম্পাদনে অর্জনমূলক মানের প্রতিফলন ঘটাতে হবে । গ, দক্ষতা : রাজনৈতিক উন্নয়নের বিষয়টি দক্ষতার সাথেও জড়িত। আর এ দক্ষতা ঘটে নিম্নোক্ত বিষয়গুলাের মাধ্যমে
১, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে সম্পর্ক ও সমর্থন প্রয়ােজন জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ থেকে তা নিষ্কাষণের ক্ষমতা ও দক্ষতা থাকতে হবে।
২. রাষ্ট্রের অভ্যন্তরীণ বসবাসরত জনগােষ্ঠীকে দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে।
৩, সম্পদ বণ্টনের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে।
৪, রাষ্ট্রের অভ্যন্তরীণ জনগােষ্ঠীকে রাষ্ট্রের প্রতি আনুগত্য, একহাতা ও দেশপ্রেম দেখাতে হবে। সেজন্য দক্ষ | নেতৃত্ব গড়ে উঠা আবশ্যক।
৩, মার্কবাণী বিশ্লেষণ : মার্কসবাদীরা রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে যে অর্থনৈতিক ক্ষেত্রের পাঁচটি বিষয় 'লে ধরছেন। এ পাঁচটি পর্যায়ের সাথে রাজনৈতিক উন্নয়ন জড়িত। যথা :
ক, প্রাচীন সাম্যবাদী সমাজ
খ, দাসপ্রথা বা দাস সমাজব্যবস্থার অর্থনৈতিক ক্ষেত্রে;
গ, সাম্যবাদী সমাজের অর্থনৈতিক ক্ষেত্র; *
ঘ, পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ক্ষেত্র;
ঙ, সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক ক্ষেত্র।
৪, অর্গাঙ্কি এর মতবাদ ; অর্গানস্কির বিখ্যাত গ্রন্থ 'The Stage Political Development' - এ নৈতিক নয়নের ধারণার সাথে চারটি বিষয়কে একত্রিত করেছেন। যথা :
ক. Establishment of national integration. অর্থাৎ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকরণ;
খ. Welfare system. অর্থাৎ, প্রবর্তন করা;
গ, Ensure government help to industrial sector,
ঘ, 'To achivement of resources.
0 Comments