Hot Posts

6/recent/ticker-posts

রাজনৈতিক উন্নয়ন কী একটি বহুমাত্রিক প্রক্রিয়া?

রাজনৈতিক উন্নয়ন কী একটি বহুমাত্রিক প্রক্রিয়া? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। অথবী, রাজনৈতিক উন্নয়ন কোন এক বিষয় নয় এটি একটি সামগ্রিক ধারণী।”




রাজনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া : রাজনৈতিক উন্নয়নের বিষয়টি কোন একক বিষয় নয়, এটি বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত। আর এ সম্পৃক্ততার প্রমাণ মেলে রাজনীতি সম্পর্কে বিভিন্ন লেখক, বিশেষজ্ঞ ও । রবিজ্ঞানীদের বিভিন্নমুখী চিন্তাচেতনা থেকে। নিমে কতিপয় রাষ্ট্রবিজ্ঞানীর রাজনীতি সম্পর্কিত ধারণা তুলে ধরা হলাে।

১. লুসিয়াল পাইয়েয় ধারণা ; লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নকে যেসথ মাত্রিকতার ভিত্তিতে ব্যাখ্যা করেছেন তা নিম্নে তুলে ধরা হলাে :

ক, রাজনৈতিক উন্নয়ন ঘটার পূর্বশর্ত হলাে অর্থনৈতিক উন্নয়ন 
খ. শিল্পায়িত সমাজের সমত্র রাজনীতি হলাে অর্থনৈতিক উন্নয়ন। 
গ, রাজনৈতিক উন্নয়ন হলাে রাজনৈতিক আধুনিকীকরণের নির্দেক; 
ঘ, রাজনৈতিক উন্নয়ন অর্থনৈতিক জাতিভিত্তিক রাষ্ট্র গঠন; 
ঙ. রাজনৈতিক উন্নয়ন বলতে জনগণের সংগঠিত সক্রিয়তা ও অংশগ্রহণ বুঝায়ঃ
চ, রাজনৈতিক উন্নয়ন প্রশাসনিক ও আইনগত উন্নয়নের সাথে সম্পৃক্ত;
ছ,. রাজনৈতিক উন্নয়ন হলাে গণতন্ত্রের প্রতিষ্ঠাকরণ;
জ, রাজনৈতিক উন্নয়ন হলাে স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবর্তন
ঝ,. রাজনৈতিক উন্নয়ন রাজনৈতিক ব্যবস্থার সত্রিমাতা ও শক্তি সাম্যের সমন্বয়।

২. অ্যালমন্ড এর ধারণা ; অ্যালমন্ড রাজনৈতিক উন্নয়নের বিষয়টি বহুমাত্রিক প্রক্রিয়া এভাবে প্রমাণ করেছেন ।

ক. স্বতন্ত্রীকরণ : স্বতন্ত্রীকরণ চারটি লক্ষ্যের সাথে জড়িত । চরটি লক্ষ্য হলাে :

১. রাজনৈতিক কাঠামাের বিশেষীকরণ;

২. বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামাের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হবে; ৩. প্রত্যেকটি প্রতিষ্ঠান ও কাঠামাের সাথে সুষ্ঠু সমন্বয় ঘটাতে হবে;

৪, রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের মাধ্যমে ক্রমবর্ধমান হারে বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রসারতা ঘটাতে হবে।

খ, সাম্যতা : সাম্যতা অর্জনের সাথে রাজনৈতিক উন্নয়ন সম্পৃক্ত। আর রাজনৈতিক উন্নয়ন তখন পূর্ণতা পায় যখন গম্যতা অর্জনের জন্য নিম্নের বিষয়গুলাে অর্জিত হয়

১. রাজনীতিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ;

২. রাষ্ট্রীয় সকল সুযােগ সুবিধা ও বিধিবিধান নারী-পুরুষ, ধনী-গরিব সকলের জন্য সমান করতে হবে; ,

৩, রাজনৈতিক পদে নিয়ােগ কার্যসম্পাদনে অর্জনমূলক মানের প্রতিফলন ঘটাতে হবে । গ, দক্ষতা : রাজনৈতিক উন্নয়নের বিষয়টি দক্ষতার সাথেও জড়িত। আর এ দক্ষতা ঘটে নিম্নোক্ত বিষয়গুলাের মাধ্যমে

১, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে সম্পর্ক ও সমর্থন প্রয়ােজন জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ থেকে তা নিষ্কাষণের ক্ষমতা ও দক্ষতা থাকতে হবে।

২. রাষ্ট্রের অভ্যন্তরীণ বসবাসরত জনগােষ্ঠীকে দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে।

৩, সম্পদ বণ্টনের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অবলম্বন করতে হবে।

৪, রাষ্ট্রের অভ্যন্তরীণ জনগােষ্ঠীকে রাষ্ট্রের প্রতি আনুগত্য, একহাতা ও দেশপ্রেম দেখাতে হবে। সেজন্য দক্ষ | নেতৃত্ব গড়ে উঠা আবশ্যক।

৩, মার্কবাণী বিশ্লেষণ : মার্কসবাদীরা রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়াকে যে অর্থনৈতিক ক্ষেত্রের পাঁচটি বিষয় 'লে ধরছেন। এ পাঁচটি পর্যায়ের সাথে রাজনৈতিক উন্নয়ন জড়িত। যথা :

ক, প্রাচীন সাম্যবাদী সমাজ

খ, দাসপ্রথা বা দাস সমাজব্যবস্থার অর্থনৈতিক ক্ষেত্রে;

গ, সাম্যবাদী সমাজের অর্থনৈতিক ক্ষেত্র; *

ঘ, পুঁজিবাদী সমাজের অর্থনৈতিক ক্ষেত্র;

ঙ, সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক ক্ষেত্র।

৪, অর্গাঙ্কি এর মতবাদ ; অর্গানস্কির বিখ্যাত গ্রন্থ 'The Stage Political Development' - এ নৈতিক নয়নের ধারণার সাথে চারটি বিষয়কে একত্রিত করেছেন। যথা :

ক. Establishment of national integration. অর্থাৎ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকরণ;

খ. Welfare system. অর্থাৎ, প্রবর্তন করা;

গ, Ensure government help to industrial sector,

ঘ, 'To achivement of resources.

Post a Comment

0 Comments