এলিট (Elite) : এটি শটির আভিধানিক অর্থ হলাে উৎকৃষ্ট শ্রেণির ব্যাক্তিবর্গ। সাধারণত এলিট বলতে সমাজের সেসব ব্যাক্তিবর্গকে বুঝায় যারা সমাজে এখন বিশেষ স্থান দখল করে মানসম্মান ও প্রভাব প্রতিপত্তি বিস্তার করে বসবাস করেন।
প্রামান্য সংজ্ঞা : বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক বিভিন্নভাবে এলিটদের সংজ্ঞা প্রদান কৰোছেন। নিম্নে তাদের কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলাে।
T, B Battomore এর মতে, “সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন যে কোন বৃত্তিমূলক বিশেষ করে পেশাভিত্তিক গৌষ্টিই এলিট।
H,D Lasswell বলেছেন, “যে কোন সুবিধা লাভের অধিকাংশ উপভােগকারী কতিপয় ব্যক্তি এলিট, আর অবশিষ্টরা হচ্ছে সাধারণ লােক।”
Robert Michels বলেছেন, “সকল রাজনৈতিক দলে নেতৃত্ব প্রদান করে কতিপয় ব্যক্তি, এ কতিপয় ব্যক্তিই হলেন এলিট।
C. W. Mills , "Who decide whatever is decided if major consequence."
মসকা ও প্যারেটোর এলিট তত্নের একটি তুলনামূলক আলােচনা
সমাজ ও রাজনীতি বিশ্লেষণের তত্ত্ব হিসেবে এলিট তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং এ তত্ত্বের জনপ্রিয়তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। উনবিংশ শতাব্দীর শেষে এবং বিংশ শতাব্দীর প্রথমভাগে বিখ্যাত দার্শনিক মার্কসের মারা যাওয়ার পর তার লেখনী ও দর্শনের এবং ইতালির সমাজ বিজ্ঞানী Pareto ও Moska এর লেখনির প্রভাবে রাজনীতি বিজ্ঞানে এলিটের আলােচনা ও এলিট তত্বের গােড়াপত্তন হয়।
মসকা ও প্যারেটোর এলিট তত্ত্বের তুলনা :
মসকা ও প্যারেটোর এলিট তত্ত্বের ধারণার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। তবে কিছু বৈসাদৃশ্যও খুঁজে পাওয়া যায়। নিম্নে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের আলােকে মসকা ও প্যারেটোর এলিট তত্ত্বের একটি তুলনামূলক আলােচনা উপস্থাপন করা হলাে :
সাদৃশ্য :
নিম্নে মসকা ও প্যারেটোর এলিট তত্ত্বের কতিপয় সাদৃশ্য উপস্থাপন করা হলাে :
১. মসকা এবং প্যারেটো উভয়েই বলেছেন, প্রত্যেক সমাজে দুটি শ্রেণির লােক বাস করে।
২. তাদের মতে, প্রথম শ্রেণির লােকেরা শাসন করে কিন্তু শাসিত হয় না।
৩. উভয়ই বলেছেন, সমাজে প্রথম শ্রেণির লােকেরা সংখ্যালঘু হলেও তারাই সকল কার্য পরিচালনা করে।
৪. উভয় উল্লেখ করেছেন, দ্বিতীয় শ্রেণির লােকেরা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা প্রথম শ্রেণির লােকের দ্বারা শাসিত ও পরিচালিত হয়।
বৈসাদৃশ্য :
নিম্নে মসকা ও প্যারেটোর এলিট তত্ত্বের কতিপয় বৈসাদৃশ্য উল্লেখ করা হলাে :
১. সমাজে শাসক শ্রেণির আবর্তনের জন্য প্যারেটো শুধুমাত্র মনস্তাত্ত্বিক কারণের উল্লেখ করেছেন। কিন্তু মসকা মনস্তাত্ত্বিক কারণের পাশাপাশি সামাজিক কারণের কথাও উল্লেখ করেছেন।
২. প্যারেটো এলিট শ্রেণি শাসক এলিট ও অশাসক এলিট এ দুভাগে ভাগ করেছেন। কিন্তু মসকা এ ধরনের কোন ভাগ করেন নি।
0 Comments