মাথাপিছু আয় (Per Capita Income, PCI)
কোনাে দেশের মােট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয় দেশের জনগণের বার্ষিক গড় আয় হিসেবে দেখানাে হয়। জনসাধারণের মাথাপিছু আয়ের ধারণা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। নির্দিষ্ট সময়ের মােট দেশজ উৎপাদনকে (GDP) মােট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু দেশজ উৎপাদন পাওয়া যায়। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময়ের মােট জাতীয় উৎপাদন (GNP)কে মােট জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু জাতীয় উৎপাদন প্রকাশ করা যায়। আবার উপাদান দামে নিট জাতীয় উৎপাদন থেকে মাথাপিছু নিট আয় পাওয়া যায়। কোনাে দেশের মাথাপিছু আয় চলতি দামে বা ছির। দামে হিসাব করা হয়। মাথাপিছু আয় দেশের অর্থনৈতিক অবস্থার নির্দেশক। কোনাে দেশে সুষম বন্টন ব্যবস্থা বিরাজমান হলে মাথাপিছু আয়ের বৃদ্ধি সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানের উন্নতির পরিচায়ক।
0 Comments