মােট দেশজ উৎপাদন (Gross Domestic Product, GDP)
আমরা জানি যে, অনেক উৎপাদন প্রতিষ্ঠান বা শিল্প এবং ব্যক্তি বিদেশে দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে বা সম্পত্তির মালিক হয়। এসব সম্পত্তি ও দ্রব্যসামগ্রী উৎপাদন করে ব্যক্তি বিশেষের আয় হয়। এই আয় যেহেতু বিদেশে অর্জিত হয়েছে সেহেতু ঐ আয় উপাদানের পারিশ্রমিক হিসাবে অভ্যন্তরীণ | আয়ের মধ্যে নথিভুক্ত করা হয় না। কিন্তু মােট জাতীয় আয়ের মধ্যে তা গণনা করতে হবে। অপরদিকে, বিদেশীরাও দেশের অভ্যন্তরে উৎপাদন করে ও সম্পত্তির মালিক হয়। স্বভাবত এই বাবদ যে আয় হয় তা GNP গণনার সময় বিয়ােগ করতে হবে। আয় এভাবে সমন্বয় করে নিট আয় ধনাত্মক হলে তা GNP-র হিসাবে আনতে হবে এবং নিট আয় ঋণাত্মক হলে তা GNP থেকে বাদ দিতে হবে। সুতরাং,
"GDP=GNP- বিদেশ থেকে অর্জিত সম্পত্তি খাতে নিট আয়+দেশে অবস্থানকারী বিদেশীদের আয়।"
GDP থেকে অৰপূর্তি ব্যয় বাদ দিলে নিট দেশজ উৎপাদন বা NDP পাওয়া যায়। প্রসঙ্গত বলা দরকার যে, GDP এবং NDP দুটোই বাজার দাম বা উপাদান দামে হিসাব করা যায়।
0 Comments