Hot Posts

6/recent/ticker-posts

জাতিগত সংঘাত কী?

বর্তমান বিশ্বে জাতিগত সংঘাত সমস্যা প্রকটরূপে আত্মপ্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত সংঘাতের কারণে কাভিখত অগ্রগতি অর্জিত হচ্ছে না। জাতিগত সংঘাত রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ। জাতিগত সংঘাতে সমাজব্যবস্থার মত পার্থক্য দেখা দেয়। যার ফলশ্রুতিতে রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়।।


জাতিগত সংঘাত : জাতিগত সংঘাত বলতে যখন কোন দেশে বসবাসরত বিভিন্ন জাতি ও উপজাতির মধ্যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিবাদ বা দ্বন্দ্ব প্রকাশ্যে রূপলাভ করে তখন তাকে জাতিগত সংঘাত বলে। বিভিন্ন দেশে বিভিন্ন জাতি বসবাস করে। এই সকল ভিন্ন ভিন্ন জাতিগুলাের ভিন্ন ভিন্ন আদর্শ ও সংস্কৃতি বিদ্যমান। ফলে এক জাতি অন্যজাতিকে তাদের সমকক্ষ মনে করে না। বিদ্যমান জাতিগুলাের মধ্যে কোন জাতি বেশি সুযােগ সুবিধা ভােগ করে আবার কোন জাতি কম সুযােগ সুবিধা ভােগ করে ফলে উভয় জাতির মধ্যে নিজ নিজ স্বার্থ নিয়ে দ্বন্দ্ব ও সংঘাত শুরু হয়। যার চুড়ান্ত রূপ হলাে জাতিগত সংঘাত। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে জাতিগত সংঘাত বিদ্যমান। যেমন- শ্রীলংকার তামিল ও সিংহলি জাতিগত দ্বন্দ্ব। .

পরিশেষে বলা যায় যে, জাতিগত সংঘাত একটি রাজনৈতিক ব্যবস্থার রাজনৈতিক অস্থিরতা প্রকাশ করে। জাতিগত সংঘাতে এই একটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়।

Post a Comment

0 Comments