Hot Posts

6/recent/ticker-posts

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে, যেখানে ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এবার পাসের গড় হার ২৪ শতাংশ।

সোমবার, ১৪ অক্টোবর, এনটিআরসিএ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার্থীরা তাদের রোল এবং ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন http://ntrca.teletalk.com.bd/result/ লিংকে গিয়ে। এছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীদের মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।


উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তীতে এসএমএস ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে।


এর আগে, ১৫ মে এনটিআরসিএ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে, যেখানে গড় পাসের হার ছিল ৩৫.৮০ শতাংশ। তখন স্কুল ও কলেজ পর্যায়ে মোট চার লাখ ৭৯ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী পাস করেছিলেন।

Post a Comment

0 Comments