Hot Posts

6/recent/ticker-posts

এইচএসসি রেজাল্ট দেখা যাবে নিম্নোক্ত উপায়ে

 এইচএসসি রেজাল্ট কীভাবে দেখবেন


  1. প্রথমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে যান।
  2. ওয়েবসাইটে গেলে "Examination" অপশনে "HSC/Alim" নির্বাচন করুন।
  3. পরবর্তী ধাপে আপনার পরীক্ষার বোর্ড, সন, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন।
  4. ক্যাপচা কোড পূরণ করে "Submit" বোতামে ক্লিক করুন।
  5. আপনার রেজাল্ট স্ক্রিনে প্রদর্শিত হবে।

এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি:

  1. মোবাইলের মেসেজ অপশনে যান।
  2. টাইপ করুন: HSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> ২০২৪ (পরীক্ষার সন)।
  3. এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
  4. কিছুক্ষণের মধ্যে আপনার ফলাফল এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন।

উদাহরণ:
HSC DHA 123456 2024
পাঠাতে হবে 16222 নম্বরে।

উপরের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করে সহজেই আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

Post a Comment

0 Comments