Hot Posts

6/recent/ticker-posts

সাজেশন । রাজনৈতিক সমাজবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ

অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান
বিষয় : রাজনৈতিক সমাজবিজ্ঞান
বিষয় কোড: ২৩১৯১৫

সাজেশন ।   রাজনৈতিক সমাজবিজ্ঞান । রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ



ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নত্তর

১. রাজনৈতিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর: রাজনৈতিক সমাজতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

২. G.A Almond সামাজিক গোষ্ঠী কে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর: G.A Almond সামাজিক গোষ্ঠী কে চার ভাগে ভাগ করেছেন ১. সংঘমুলক ২. প্রাতিষ্ঠানিক ৩. অধীনতামূলক ও ৪. ক্ষনস্থায়ী গোষ্ঠী।

৩. Political order in changing societies গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: Political order in changing societies গ্রন্থটির রচয়িতা হলেন S.P.Huntington.


৪.’society’ শব্দের উৎস কী?
উত্তর: Latin শব্দ ‘Socius’ থেকে ‘Society’ শব্দটির উৎপত্তি হয়েছে।

৫. সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি?
উত্তর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবার।

৬. প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও।
উত্তর প্রাতিষ্ঠানিক রূপ এর তিনটি উদাহরণ হল– ১. আইনসভা ২. আমলাতন্ত্র ও ৩. রাজনৈতিক দল।

৭. এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ডিলডো প্যারেটো।


৮. এলিট কারা?
উত্তর: সমাজের একটি শ্রেণী যারা প্রাচীন ঐতিহ্য দৈহিক শক্তি সম্পদ অর্থনৈতিক পদমর্যাদা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব ভোগ করে তারাই এলিট।

৯. ক্ষমতার ভিত্তিতে এলিটকে কি কি ভাগে ভাগ করা যায়?
উত্তর ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় যথা–১. শাসক এলিট ২. অশাসক এলিট।

১০. গায়েটানো মস্কার বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: গায়েটানো মস্কার বিখ্যাত গ্রন্থের নাম The Ruling Class.

১১. ‘Political parties’ গ্রন্থের লেখক কে?
উত্তর: গ্রন্থের লেখক রবার্ট মিশেলস।

১২. Lasswell- এর মতে অভিজাত কারা?
উত্তর: যারা সমাজের অধিকাংশ সম্পদ ভোগ করে Lasswell-এর মতে তারাই অভিজাত।

১৩. ‘Polis’ শব্দের অর্থ কী
উত্তর: ‘Polis’ শব্দের অর্থ নগর বা নগররাষ্ট্র।

১৪. রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: রাষ্ট্রপতি রাজনৈতিক প্রতিষ্ঠান

১৫. কার্ল মার্কস কে?
উত্তর: কাল মার্কস সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা।


১৬. ডেবিউ ইস্টনের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: ডেভিড ইস্টনের বিখ্যাত গ্রন্থটির নাম ‘a framework of political system.

১৭. গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত উল্লেখ করো।
উত্তর: গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত উল্লেখ হল- ১.গতিশীল নেতৃত্বে, ২. জাতীয় স্বার্থের প্রধান্য, ৩. জনমতের গুরুত্ব।

১৮. সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া?
উত্তর: সামাজিকীকরণ একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া।

১৯. বাংলাদেশে কোন ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: বাংলাদেশ রুপান্তরশীল সমাজব্যবস্থা বিদ্যমান।


২০. সমাজতন্ত্রের মূল লক্ষ্য কী?
উত্তর: সমাজতন্ত্রের মূল লক্ষ্য সমাজের সাম্য প্রতিষ্ঠা করা।

২১. ‘Colore’ শব্দের অর্থ কী?
উত্তর ‘Colore’ শব্দের অর্থ কর্ষণ বা চাষ করা।

২২. ’আমরা যা তাই আমাদের সংস্কৃতি।’- উক্তিটি কার?
উত্তর: ’আমরা যা তাই আমাদের সংস্কৃতি।’ উক্তিটি ম্যাকাইভারের।

২৩. ‘Democracy’ গ্রন্থের লেখক কে?
উত্তর ‘Democracy’ গ্রন্থের লেখক Henry Adams.


২৪. আদিবাসী সমাজ বলতে কী বুঝ?
উত্তর: আদিবাসী সমাজ বলতে এমন এক সামাজিক গোষ্ঠীকে বোঝায়, যার মধ্যে বিভিন্ন উপজাতি যাযাবর দল ও নানা উপস্থিত রয়েছে।

২৫. বাংলাদেশে কোন ধরনের সমাজের অন্তর্ভুক্ত?
উত্তর: বাংলাদেশ রুপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত

২৬. দাস প্রথা কত প্রকার ও কী কী?
উত্তর: দাসপ্রথা দুই প্রকার যথ; ১. গৃহদাহ, ২. শিল্প দাস।

২৭ ফ্লয়েড হাল্টার কী?
উত্তর: ফ্লয়েড হাল্টার হল আমেরিকার একজন সমাজকর্মী ও প্রশাসক।


২৮. সামাজিক মূল্যবোধ কী?
উত্তর: সামাজিক মূল্যবোধ বলতে যেসব রীতি-নীতির সমষ্টিকে বুঝায়, যে ব্যক্তি সমাজের নিকট থেকে আশা থেকে করে এবং যারা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে।

২৯. জন লকের একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: জন লকের একটি গ্রন্থের নাম হল: Tow Treaties on Civil Government.

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী

১. রাজনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলে?
২. আচরণ বাদ বলতে কী বুঝ?
৩. সমাজের বৈশিষ্ট্য সমূহ লেখ।
৪. সমাজের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কী?
৫. কৃষি সমাজের বৈশিষ্ট্য লেখ।

৬. সনাতন সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখ।
৭. এলিট বলতে কী বুঝ?
৮. এলিট এর প্রকারভেদ লেখ।
৯. গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি কী?
১০. কল্যাণ রাষ্ট্র কাকে বলে?
১১. ’আসাবিয়া’ কী?

১২. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ওপেনহেইমার এর ধারণা লেখ।
১৩. উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কী?
১৪. রাজনৈতিক সামাজিকীকরণ কী?
১৫. গণমাধ্যম কী?

১৬. সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
১৭. প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বলতে কী বোঝো?
১৮. সংস্কৃতির উপাদানসমূহ লেখ।
১৯. রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলের সম্পর্ক কী?

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি

১. রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ বর্ণনা কর।
২. রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা কর।
৩. রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
৪. পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. উত্তর আধুনিক সমাজ কী? উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্য বর্ণনা কর।

৬. এলিট এর সংজ্ঞা দাও। উন্নয়নশীল দেশসমূহে এলিটের ভূমিকা আলোচনা কর।
৭. এলিট কী? প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর।
৮. এমিল ডুর্খেইমের শ্রম বিভাজন তত্ত্বটি বর্ণনা কর।
৯. রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা কর।
১০. রাজনৈতিক সামাজিকীকরণের উপাদানসমূহ বর্ণনা কর।

১১. বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা কর।
১২. সামাজিক স্তরবিন্যাস কী? সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৩. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা কর।
১৪. রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠী তত্ত্বের গুরুত্ব আলোচনা কর।
১৫. আমলাতন্ত্র কী? একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর।

১৬. ‘অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ।’ রিচার্ড ক্রসমানের উক্তিটি ব্যাখ্যা কর।
১৭. ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৮. রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা কর।
১৯. বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।

Post a Comment

0 Comments