বাংলাদেশ সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের গুরুত্ব ।
Importance of the Fundamental Rights Stated in the Constitution of Bangladesh
বাংলাদেশে সংবিধানে নাগরিকের যে সকল মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত হয়েছে সেগুলাে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে মৌলিক অধিকারের গুরুত্ব আলােচনা করা হলাে :
আরো পড়ুন ১৯৭২ সালের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারসমূহ।
প্রথমত, মৌলিক অধিকার নাগরিকদের সচেতন করে তােলে। এর ফলে নাগরিক জীবনের সকল অনিশ্চয়তা দূরীভূত হয়।
দ্বিতীয়ত, মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ থাকায় সরকার নাগরিক অধিকার খর্ব করে স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী হতে পারে না। এর ফলে শাসক ও শাসিতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়।
তৃতীয়ত, সংবিধানে মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত থাকায় এগুলাের কার্যকারিতা নিশ্চিত হয়। অর্থাৎ মৌলিক অধিকারসমূহ শাসনতান্ত্রিক আইনে পরিণত হয়।
চতুর্থত, মৌলিক অধিকার ভােগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে। এর ফলে রাষ্ট্রের কল্যাণ হয়।
পঞ্চমত, মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ থাকার ফলে সরকারের প্রকৃতি অনুভব করা যায়।
যষ্ঠত, মৌলিক অধিকার নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় যা জাতীয় অগ্রগতির জন্য অত্যাবশ্যক।
সপ্তমত, মৌলিক অধিকারের সংরক্ষণ রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্যের প্রতি আলােকপাত করে। এটা থাকার অর্থই হলাে রাষ্ট্র ব্যাক্তির জন্য। অর্থাৎ ব্যক্তির জন্যই রাষ্ট্রের অস্তিত্ব।
পরিশেষে বলা যায় যে, বাংলাদেশ সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারসমূহ নাগরিকদের জীবন বিকাশের সাংবিধানিক নিশ্চয়তা বিধান করে । মৌলিক অধিকার শাসক ও শাসিতের সুসম্পর্ক সৃষ্টি করে, নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে, ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। কাজেই প্রত্যেক রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত থাকা প্রয়োজন।
0 Comments