ঢাকা মহানগর উত্তরের আমির নির্বাচন
১৯ বছর পর আজ প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন
ঢাকা মহানগর উত্তরের আমির নির্বাচন এবং ১৯ বছর পর জামায়াতের প্রকাশ্যে রুকন সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন আয়োজিত হচ্ছে।
সম্মেলনে মহানগর উত্তরের রুকনরা গোপন ভোটের মাধ্যমে নতুন আমির নির্বাচন করবেন। এখানে কোনো প্রার্থী নিজে থেকে মনোনীত হবেন না। রুকনরা তাদের পছন্দের নেতার নাম লিখে নির্দিষ্ট বাক্সে ফেলবেন, এবং যিনি সর্বাধিক ভোট পাবেন, তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন। এই প্রক্রিয়ায় ১০ হাজারেরও বেশি রুকন অংশগ্রহণ করবেন।
সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর পরিস্থিতিগত কারণে এত বড় পরিসরে সম্মেলন আয়োজন সম্ভব হয়নি।
রোববার সকাল ১০টায় শুরু হওয়া এই সম্মেলনে দেশ, রাজনীতি, আন্তর্জাতিক ও সামাজিক বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে এবং ২০২৫-২৬ সেশনের জন্য মহানগর আমির নির্বাচন করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এবং সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
0 Comments