অনার্স ৩য় বর্ষ, বিভাগ রাষ্ট্রবিজ্ঞান
বিষয় : বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন
বিষয় কোড: 231901
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
২. কোন কর্মসূচিকে ব্রিটিশ ম্যাগনাকার্টার সঙ্গে তুলনা করা হয়?
৩. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
৪. বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি ?
৫. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
৬. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় এবং কি কি?
৭. বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয় কবে?
৮. বাংলাদেশের জাতীয় পতাকা সর্ব প্রথম কবে উত্তোলন করা হয়?
৯ . শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ?
১০. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি?
১১. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
১২. মুজিব নগর সরকার গঠন করা হয় কবে?
১৩. আওয়ামী লীগের জন্ম হয় কবে?
১৪. EBDO - এর পূর্ণ রূপ কী?
১৫. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি?
১৬. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
১৭. মুজিব নগর সরকারের গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?
১৮. শহীদ আসাদ কে ছিলেন?
১৯. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান?
২০. ১৭ এপ্রিল কেন বিখ্যাত?
২১. DAC কি?
২২. আইনগত কাঠামো আদেশ (LFO) কি?
২৩ .পাকিস্তানে দ্বিতীয় বারের মত সামরিক শাসন
জারী করা হয় কবে এবং কে জারী করেন?
২৪. বাকশাল কি?
২৫. কখন এবং কাদের পক্ষ থেকে এগার দফা কর্মসূচি দেয়া হয়?
খ-বিভাগ : যে কোন ০৫টি প্রশ্নের উত্তর দাও। নম্বর : ৫x৪ = ২০
১. লাহোর প্রস্তাব কী?
২. বাঙালী জাতীয়তাবাদ বলতে কি বুঝ ?
৩. বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আলোচনা কর।
৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে লিখ ।
৫. আগড়তলা ষড়যন্ত্র মামলা কি ? ব্যাখ্যা কর।
৬. মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অবদান মূল্যায়ন কর ।
৭. মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের অবদান মূল্যায়ন কর ।
৮. অপারেশন সার্চ লাইট সম্পর্কে লেখ ।
৯. বাংলাদেশের রাষ্ট্রপরিচালনার মুলনীতিসমূহ আলোচনা কর।
১০.ইনডেমনিটি অধ্যাদেশ কী?
১১. ছয় দফা বাঙালীর মুক্তির সনদ-ব্যাখ্যা কর।
১২. ভাষা আন্দোলনের পেক্ষাপট বর্ণনা কর।
১৩. সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কী বুঝ?
১৪. রাজনৈতিক সংস্কৃতি কী?
১৫. সামরিক শাসন বলতে কী বুঝ?
১৬. সংবিধানের প্রধান প্রধান সংশোধনীগুলো বৈশিষ্ট্য লেখ।
১৭. আওয়ামী লীগের গঠন বর্ণনা কর।
১৮. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র কী?
১৯. সংসদীয় সরকার ব্যবস্থার সমস্যা লেখ।
২০. রাজনৈতিক দল কী?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
২. বাংলাদেশের সংদদীয় গণতন্ত্রের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
৩. বাংলাদেশের সংবিধানে নাগরিকের কি কি মৌলিক অধিকার উল্লেখ আছে? ব্যাখ্যা কর।
৪. বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর।
৫. বাঙালী জাতীয়তাবোধ বিকাশে ৬-দফার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬.বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
৭. ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
৮.উত্তম সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য লেখ।
৯. আওয়ামী লীগ সরকারে সাফল্য তুলে ধর।
১০. আইয়ুব খানের সামরিক শাসনের কারণ ও ফলাফল আলোচনা কর।
১১. বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অভাব সমস্যা-বিশ্লেষণ কর।
১২.বেসামরিকীকরণ প্রক্রিয়া কী? জিয়া ও এরশাদের বেসামরিকীকরণ প্রক্রিয়া আলোচনা কর।
0 Comments